
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫৮টি টিমকে পেছনে ফেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থীরা করপোরিডলারজ ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
টিম ০২২৭ তাদের অভিনব ও সৃজনশীল আইডিয়া দিয়ে বিচারকদের মুগ্ধ করে। তারা কাঁচা কাঁঠালের ফুল থেকে পুষ্টিকর ও স্বাদে অনন্য বিস্কুট তৈরির ধারণা উপস্থাপন করে। বিচারক প্যানেল এই আইডিয়াকে বাস্তবায়নযোগ্য, স্বাস্থ্যসম্মত ও ব্যবসায়িক সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ী দলের সদস্যরা জানায়, “আমাদের কাছে বিজয়ী হওয়াটা ছিলো অবিশ্বাস্য। আমরা দীর্ঘ দিন এটা নিয়ে গবেষণা করেছি। তারপর একটা সমাপ্তিতে আসি যে, বাংলাদেশে অনেক প্রিমিয়াম ব্র্যান্ড আছে, কিন্তু বাংলাদেশের কালচারের সাথে সম্পৃক্ত আছে এমন জিনিস খুব কম। তাই আমরা এটা নিয়ে গবেষণা চালাই।”
পুরস্কার গ্রহণের সময় টিমের সদস্যরা আরও জানান, তারা এই প্রকল্পকে ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান, যাতে দেশীয় কৃষিপণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
আয়োজকরা জানান, এ বছরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। করপোরিডলারজ সবসময় তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহিত করে আসছে।