১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মহালয়ার আয়োজন

শেয়ার করুন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহালয়া পালন করা হলো উৎসবমুখর পরিবেশে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন আবহ।

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের এক গুরুত্বপূর্ণ দিন। পিতৃপক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের সূচনা হয় এই দিনে। বিশ্বাস করা হয়, মহালয়ার দিনেই দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন। ভোরবেলা দেবীমাহাত্ম্যম্ থেকে স্তোত্র পাঠ, দেবী বন্দনা আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে বাঙালি হিন্দুদের আধ্যাত্মিকতার বিশেষ মুহূর্ত।

নজরুল বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা এ উপলক্ষে আয়োজন করেন চণ্ডীপাঠের। অনুষ্ঠানের সূচনা হয় মাতৃসঙ্গীত দিয়ে। পরে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন দেবী বন্দনা। ছিল কুইজ প্রতিযোগিতাও। অনুষ্ঠানের মূল আকর্ষণ চণ্ডীপাঠ দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকরা।

শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন শিক্ষক ও উপস্থিত দর্শকেরা। আলো-ছায়ার মিশেলে চণ্ডীপাঠের আবহে কিছুক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রূপ নেয় দেবীপক্ষের প্রতিচ্ছবিতে। শিক্ষার্থীদের কাছে এটি হয়ে ওঠে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

শেয়ার করুন