১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত

শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের অ্যাডহক ক‌মি‌টি থেকে কাউন্সিলর করা নিয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এর ফলে আগামী ৬ অক্টোবরের বিসিবি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার ,২২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেছিলেন রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শেয়ার করুন