১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে পাহাড় থেকে ৬ সন্ত্রাসী আটক

শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশে  ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়।

বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅয়ের ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু।

এ সময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড অ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেওয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।

শেয়ার করুন