১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গবিতে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শেয়ার করুন

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি: আসন্ন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (গকসু) সামনে রেখে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীদের একাংশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এই অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

নির্বাচন ঘিরে সকল প্রকার অপপ্রচার ও সাইবার বুলিং বন্ধে প্রশাসনের কড়া নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি কুইক রেসপন্স টিম গঠনের দাবি জানিয়ে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী নাসিম বলেন, “আমরা চাই সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক। অনলাইনে চলমান সাইবার বুলিং এবং অপপ্রচার যেন আর কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সে জন্য প্রশাসনের সর্বোচ্চ নজরদারি থাকা প্রয়োজন।”

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মো. জাহিদ হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের নামধারী কিছু ফেসবুক গ্রুপে প্রার্থীদের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনের উচিত এসব গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”

সার্বিক বিষয়ে নির্বাচনকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির সদস্য তানিয়া আহমেদ বলেন, “আমাদের পর্যন্ত তো বিষয়গুলো আসতে হবে। আমরা বিভিন্ন মাধ্যমে ঘটনা জানতে পারি। লিখিতভাবে অভিযোগ দেওয়ার নিয়ম আছে, আমাদের কাছে  লিখিত অভিযোগ দিলে আমরা কথা বলতে পারি।”

দায়িত্বশীল কাউকে পাওয়া যায়না শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে তিনি জানান, “আমার কাছে ফোন আসে নি। আমাকে অবগত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সময় ফোনে পাওয়া যাবে। কেউ ব্যস্ত থাকতেই পারে। শৃঙ্খলা কমিটির কাউকে ফোন দিয়ে না পেলে অন্য সদস্যকে জানিয়ে রাখা দরকার।”

শেয়ার করুন