
সাকিবের রেকর্ডে ভাগ বসিয়েছেন মোস্তাফিজএসিসি
ম্যাচে এটি ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এ দিকে উনিশ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গারও দেখেশুনে খেলার কারণ ছিল না। খেলেনওনি। বড় শট খেলতে গিয়েই বল তুলে দিলেন আকাশে। লং-অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ।
মোস্তাফিজ পেলেন তৃতীয় উইকেট। সেই সঙ্গে বসে গেলেন সাকিব আল হাসানের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক অনেক দিন ধরেই সাকিব। আজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের ৩ উইকেট নিয়ে মোস্তাফিজ তাঁর রেকর্ডে ভাগ বসালেন। দুজনের উইকেটই ১৪৯টি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচটিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ১৬৮ রান। এর মধ্যে বাংলাদেশের পেসাররাই দিয়েছেন ১২ ওভারে ১০৬ রান।
১৪৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মোস্তাফিজ প্রথমে আউট করেছেন কুশল পেরেরাকে। এরপর নিজের শেষ ওভারে তিন বলের মধ্যে ফেরান কামিন্দু মেন্ডিস ও হাসারাঙ্গাকে। ২ বলে ১ রান করা কামিন্দু ক্যাচ দেন লিটনের হাতে, হাসারাঙ্গা করেন ২ বলে ২ রান।