
ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। প্রায় ৯ সেকেন্ড ধরে তীব্র টার্বুলেন্সের ঝাঁকুনিতে পড়ে এক কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে তারা সবাই নিরাপদ ছিলেন।
গতকাল শুক্রবার ,১৯ সেপ্টেম্বর বেলা ১১টার কিছু সময় পর বিমানের বিজি ১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রামের হয়ে ঢাকায় ফিরছিল।
ওই ফ্লাইটের যাত্রী ও বিমানকর্মী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর দুর্ঘটনায় শিকার কেবিন ক্রু শাবানা আজমী মিথিলাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাঁ হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে অনেকটা আলাদা হয়ে গেছে।
মিথিলার একজন সহকর্মী জানিয়েছেন, মিথিলা তখন যাত্রী সেবা শেষ করে উড়োজাহাজের পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন, আর অপর সহকর্মী নিজ আসনে বসে ছিলেন। ঠিক তখনই বিমানটি টার্বুলেন্সের শিকার হয়। ঝাঁকুনির তীব্রতায় মিথিলা ভারসাম্য হারিয়ে উড়োজাহাজের গ্যালির ফ্লোরে পড়ে যান এবং অচেতন হয়ে যান।