
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের কারণে শাবামা আজমী মিথিলা নামের ওই কেবিন ক্রু বিমানের ভেতরে ছিটকে পড়েন। বিমানটি প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে মিথিলা তার রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী হয়। সিটবেল্ট সতর্কীকরণ সংকেত তখনো চালু হয়নি। প্রচণ্ড ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে হাত ভেঙে যায়। আহত অবস্থায়ও তিনি অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন।
বিমানকর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হননি এবং জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। তখন এক সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।