
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে নেওয়া হয়েছে পরীক্ষা।
আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। তবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় ছিল ২০ মিনিট। দৃষ্টিপ্রতিবন্ধীরা ২০ মিনিট এবং অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা বাড়তি ১০ মিনিট সময় পেয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে সাড়ে তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা।
পিএসসির তথ্যমতে, ৪৭তম বিসিএসে ক্যাডার-ননক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ পদের বিপরীতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১।
আজ পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশের সময়সীমা ছিল। এরপর গেট বন্ধ হয়ে যায়।
জানা গেছে, প্রশ্নপত্র ও উত্তরপত্র চার সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক পাঁচ নম্বর। দুই ঘণ্টার পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থীর কক্ষ ত্যাগের উপর নিষেধাজ্ঞা ছিল।
পরীক্ষাকেন্দ্রে বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও ইলেকট্রনিক ডিভাইস নিতে দেওয়া হয়নি। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হয়।
দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষার সুযোগ পান। তাদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময় প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট।
ইংরেজি ভার্সনে অংশগ্রহণকারীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা কেন্দ্রের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।