১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ২৭, ৯ জনকে সাজা

শেয়ার করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ সময় তাদের কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

বৃহস্পতিবার  রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০/৮০জনকে আটকের পর যাচাই বাছাই শেষে ১৮ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন