১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গকসু নির্বাচন: বিভাগভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ

শেয়ার করুন

গবি সংবাদদাতা: দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ও সংশোধিত ভোটার তালিকায় মোট ৪,৭৬২ জন শিক্ষার্থী ভোটাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদে, আর সবচেয়ে কম ভোটার কৃষি অনুষদে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যেও নির্বাচনী উচ্ছ্বাস ও আগ্রহ স্পষ্ট।

তালিকা অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান অনুষদে মোট ভোটার ১,৯১২ জন। এর মধ্যে সমাজতত্ত্ব ও সামাজিক বিভাগে ২৭৫, আইন ৪৮৪, বাংলা ২৮৯, ইংরেজি ৪২৬, রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসন ২৪৪ এবং ব্যবসায় প্রশাসনে ২৪৪ জন ভোটার রয়েছেন।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মোট ৯৮৭ ভোটার রয়েছেন। এর মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ৩৫২, রসায়ন ২১৪, পদার্থবিজ্ঞান ২১, ফলিত গণিত ১২১, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৯৭ এবং মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ১৮২ জন।

স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা ১,২২৯ জন। এর মধ্যে ফার্মেসি ৫১৮, মাইক্রোবায়োলজি ৩৩৮ এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি ৩৭৩ জন।

কৃষি অনুষদে ভোটার সংখ্যা ১১৪ জন এবং ভেটেরিনারি ও প্রাণিবিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা ৫২০ জন।

প্রশাসনের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভোটারসংখ্যার অনুষদ হলো কলা ও সমাজবিজ্ঞান, আর সবচেয়ে ছোট কৃষি অনুষদ। নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন