১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন

শেয়ার করুন

বিয়ে করে সংসার পাতবেন এমন আশায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছিলেন ৭১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নারী; কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। ভারতে পা রাখার পরই খুনের শিকার হন ওই নারী। বুধবার  পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। ওই নারী নিখোঁজ হওয়ার পর লুধিয়ানা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেখানে একজন সন্দেহভাজনের নাম উল্লেখ করা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে, ৭১ বছর বয়সী ওই নারী লুধিয়ানায় বসবাসরত ইংল্যান্ডের নাগরিক ৭৫ বছর বয়সী চরণজিৎ সিং গ্রেওয়ালের আমন্ত্রণে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ওই নারীর বিয়ে হওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তিনিই এই হত্যা করেছেন।

 

পুলিশ জানিয়েছে, গত ২৪ জুলাই কমল কৌর খাইরার তার বোন পান্ধরের মোবাইল ফোন বন্ধ পান। এরপরই তার সন্দেহ হয়। পরে তিনি গত ২৮ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে অভিযোগ করেন। পরে পুলিশের কাছেই এর তদন্ত ভার পড়ে।

শেয়ার করুন