১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বপুরুষের হস্তান্তর করা জমি দাবি করে আরেক জমি দখল চেষ্টার অভিযোগ

শেয়ার করুন

ঢাকার সাভারের কলমা এলাকায় একটি কারখানার জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের দাবি, দখলচেষ্টা করা  এক নারী তার পূর্বপুরুষের জমি হিসেবে ওই জমি দাবি করছেন। তবে তার পূর্বপুরুষরা আগেই সেই জমি হস্তান্তর করেছেন। আর দখলচেষ্টা করা জমি ও তার পূর্বপুরুষের জমির প্লটও আলাদা।

অভিযোগ উঠেছে, সম্প্রতি ওই জমিতে গিয়ে  তালা লাগিয়ে মালপত্র সরিয়ে নেন। এ নিয়ে একাধিকবার তর্কাতর্কি, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বসার আয়োজনও হয়। তবে জমির মালিকানা প্রমাণে কোনো দলিল দেখাতে পারেননি । উভয় পক্ষকে আপাতত দখল না নেওয়ার পরামর্শ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভুক্তভোগীরা জানায়, ওই জমিতে একটি পরিত্যক্ত কারখানা ছিল। এর মধ্যে ৫ আগস্ট-পরবর্তী সময়ে রোকেয়া হক নামে ওই নারী গিয়ে কারখানায় তালা দিয়ে মালপত্র লুট করেন। এ ছাড়া আদালতে মামলার একটি নোটিশ টাঙিয়ে দেন। থানাতেও দখলের পাঁয়তারা চলছে এমন অভিযোগ করেন। বিষয়টি জেনে ভুক্তভোগী আবার নতুন করে তালা দেন। তখন তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এই ঘটনা ২২ জুলাইয়ের। এরপর তিনি সেনাবাহিনীর কাছে অভিযোগ দেন। তাদের উপস্থিতিতে তিনি ফের নিজে তালা দেন। এর তিন দিন পর ওই নারী তার ছেলের প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে জমিতে যান। তাদের মধ্যস্থতায় ওই মাসের ২৮ তারিখ বসার দিন ধার্য করা হয়। তবে পরে এই সমস্যার আর সমাধান হয়নি।

শেয়ার করুন