১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি

শেয়ার করুন

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব শেখ আবু হোসেনের  বাড়িতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা শেখ আবু হোসেনের বাড়ির আঙিনায় দুটি ককটেল নিক্ষেপ করে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে পালানোর সময় তারা তিনটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে। আজ বুধবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ আবু হোসেন অসুস্থতার কারণে দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন। হামলার সময় তিনি বাড়িতে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। পরে পাঁচ যুবক বাড়ির ভেতরে ঢোকার পরপরই বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। স্থানীয় লোকজন একত্র হলে তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

শেয়ার করুন