
কক্সবাজার টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বসতঘর থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। অভিযানে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার তিনজন।
পাচারের উদ্দেশ্যে ছোট হাবিবপাড়ার বসতঘরটিতে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির একটি চালান মজুত করা হয়েছে—গোপনে এমন খবর ছিল র্যাবের কাছে। এর ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল ঘরটিতে তল্লাশি অভিযান চালায়। তবে শুরুতে মাত্র কয়েক হাজার ইয়াবা উদ্ধার হয়। গোপনে পাওয়া খবরের সঙ্গে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ না মেলায় সন্দেহ হয় র্যাবের। তাই ঘরটিতে তল্লাশি চালানোর জন্য প্রশিক্ষিত দুটি কুকুর নিয়ে আসা হয়। পরে কুকুর দুটির সহায়তায় ঘরের একাধিক স্থানে লক্ষাধিক ইয়াবা বড়ি পাওয়া যায়।
আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হবে।