
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর চবি ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ব্যবসায় প্রশাসনের অনুষদের অর্ন্তগত ব্যুরো অব বিজনেস রির্সাচ এর উদ্যোগে দুদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্স আয়োজন করা হবে। ’দি ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি এন্ড সাসটেইনেবেলিটি’ শিরোনামে আয়োজিত এই কনফারেন্সে উপস্থিত থাকবেন দেশি-বিদেশি গবেষকবৃন্দ। এতে ব্যবসায় বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রাথমিকভাবে ২১২টি পেপার এবস্ট্রাক্ট গ্রহণ করা হয়। পরে ১৫০টির বেশি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা দেওয়া হয়। এতে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য চূড়ান্ত করে আয়োজক কমিটি। এতে আমেরিকা, মালেশিয়া ও ভারতের অন্তত ১৫ জন গবেষক উপস্থিত থাকবেন। এছাড়া অনলাইনে উপস্থিত থেকে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, যুক্তরাজ্য ও উজবেকিস্তানের একাধিক গবেষক। এছাড়া দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন গবেষক কনফারেন্সে একাডেমিক আলোচনায় মিলিত হবেন।
এতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. নোমান কে. সাউজো।
কনফারেন্স আয়োজন উপলক্ষে ১৯ সদস্যর একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রিসার্চ।ব্যুরোর উপদেষ্টা অধ্যাপক ড. মু. তৈয়ব এর প্রস্তাবনায় কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে করপোরেট এওয়ার্ড দেয়ার ঘোষনা করে। কনফারেন্সের ২য় দিনের ভেজেডিক্টেরী সেশনে করপোরেট এওয়ার্ড প্রদান করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিজ্য, পাঠ, টেক্সটাইল, এভিয়েশন ও ট্যুরিজম মন্ত্রনালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব ও সাবেক মহাহিসাব নিরীক্ষক মুসলিম চৌধুরী।