১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ ইউনিটে নবনিযুক্ত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

শেয়ার করুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটে সদ্য যোগদানকৃত নারী ও পুরুষ কনস্টেবলদের জন্য ছয় (০৬) দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ জুলাই ২০২৫) সকালে ইউনিট কার্যালয়ে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নবনিযুক্ত ২৩ জন কনস্টেবলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। জনগণের আস্থা অর্জন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের লক্ষ্যে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “মাননীয় আইজিপি মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সততা, দায়িত্ববোধ ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি সদস্যকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদবির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারীরা পেশাগত আচরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, শিল্প এলাকার নিরাপত্তা, মানবাধিকার ও কমিউনিটি পুলিশিং–সহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ লাভ করবেন।

শেয়ার করুন