১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কুবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় ছাত্রদল

শেয়ার করুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নানারকম আয়োজন করেছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকেই পরীক্ষার্থীদের সহায়তায় এই রাজনৈতিক ছাত্রসংগঠনটি কার্যক্রম ছিল চোখে পড়ার মত।

সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থী গন্তব্যে পৌঁছাতে বাইক পরিবহন সেবা, দুর- দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রাম সেবা, নিরাপদ পানি সরবরাহ সেবা ও জরুরি প্রয়োজনে মেডিকেল সেবা প্রদান করেছে।

এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের হল, আশে পাশের মেস ও শহরে আমাদের সহযোদ্ধাদের মেস ও বাসায় আবাসন ও খাবারের ব্যবস্থা করেছি। দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে ও নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছে দিতে ৪ টি বাইক সার্ভিসের ব্যবস্থা করেছি। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য তথ্য সেবা, তাদের সাথে আসা অভিভাবকদের জন্য অপেক্ষা করার ৩টি ব্যুথের ও জরুরি প্রয়োজনে মেডিকেল সেবা প্রদান করা হয়েছে। ‘

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য রয়েছে আমাদের ‘কোকো’ বাইক সার্ভিস। এছাড়া শিক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা রয়েছে, অভিভাবকদের বসার স্থানের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও ওনাদের জন্য ওরস্যালাইন ও অবসর সময়ের জন্য পত্রিকার ব্যবস্থা করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে পরিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।’

শেয়ার করুন