
বাংলাদেশ বিভাগীয় হিসাব রক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ১৫ই এপ্রিল বেলা ৩.০০ ঘটিকায় সুং গার্ডেন রেস্টুরেন্ট বিজয়নগর ঢাকায় সমিতির সভাপতি জনাব মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ সাজ্জাদ উল্লাহ ও গীতা থেকে পাঠ করেন সমীর রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি আইবাস প্লাস প্লাসের পরামর্শক ও বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতি নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ মজিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য সচিব মোঃ এনায়েত হোসেন, নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইমাম খান, বাবু ঝলক চন্দ্র দাস।
এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করেন সভাপতি আলমগীর কবীর, সহ-সভাপতি সায়মা আক্তার, সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সুজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সরোয়ার আলম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবীর, সহ অর্থ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোজাহারুল ইসলাম, প্রচার সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু, ক্রীড়া সম্পাদক মোঃ আরফান উদ্দিন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক তাপস কান্তি শর্মা, নির্বাহী সদস্য মোঃ হানিফ মিয়া, আলমগীর হোসেন গাজী, মোঃ মইনুল ইসলাম, আরাফাতের রহমান, সাঈদ হাসান মোহাম্মদ মনির ।
শপথ গ্রহণ শেষে দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর কবীর। বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সরোয়ার আলম রানা। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নবনির্বাচিত প্রচার সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম বাবলু। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কচি কাঁচার মেলা ভবনে বাংলাদেশ বিভাগীয় হিসাব রক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়