
রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ ও জাকের পার্টির পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে এসব আলোচনা হয়। বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। ১০ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন ইন্দু নন্দ দত্ত, মুশতাক হোসেন, এটিএম মহব্বত আলী প্রমুখ। অন্যদিকে, জাকের পার্টির পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন মহাসচিব শামীম হায়দার। প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু প্রমুখ। আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসেছে, এটি মূলত জনগণের দাবি। মে মাসের মধ্যভাগে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের। এই প্রক্রিয়ার মাধ্যমে ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমনÑ এই পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৯টি দলের মধ্যে ৩২টি দল মতামত দিয়েছে। কমিশন ২০ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে এবং ইতোমধ্যে ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।