১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় এখনও ঈদের আমেজ, নেই চিরচেনা যানজট

শেয়ার করুন

সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলবে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। অবশ্য আজই অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। তবে রাজধানী ঢাকার সড়কে এখনো ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ঢাকার সড়ক এখনও প্রায় ফাঁকা। নেই চিরচেনা যানজটের তেমন ভোগান্তি। বিভিন্ন মোড়ে সিগন্যালে পড়লেও খুব বেশি সময় আটকে থাকতে হচ্ছে না।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর মিরপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, বনানীসহ বিভিন্ন এলাকার সড়কে ঘুরে দেখা গেছে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। যানবাহনের সংখ্যা যেমন কম, তেমনি কর্মজীবী মানুষের উপস্থিতিও সীমিত। এমনকি প্রচণ্ড গরমের কারণে, বিভিন্ন ছোট সড়কগুলোতে রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশার উপস্থিতিও কিছুটা কম।

ইসিবি চত্ত্বর মোড়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, রাস্তায় গাড়ি কম থাকায় চাপ কম। কিন্তু এই রোদে একঘণ্টা দাঁড়ানোই যেন যুদ্ধ মনে হচ্ছে।

শেয়ার করুন