১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সকালে ছাত্রলীগের ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ৮ নেতা-কর্মী

শেয়ার করুন

সিলেট নগরীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বর্তমান ও সাবেক আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় ৩০-৪০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। মিছিলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে স্লোগান দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মিছিলের পরপরই অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শাফায়েত খান (৩৪), জহিরুল ইসলাম (১৯), সোহেল আহমদ (১৮), রবিন কর (২৩), ফাহিম আহমদ (২৩), রাজন আহমদ (২৩), বশির খান এবং সোয়েব আহমেদ (২৫)।

সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশগ্রহণকারী আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন