
সংগীত কুমার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে চলাচলকারী ভ্যানচালকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (২৬ শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই ইফতারের আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী বহনকারী ভ্যানচালক ও শ্রমজীবীরা অংশ নেন। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, তানভীর মন্ডল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
ভ্যানচালকেরা জানান, “ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকায় আয়ের পথ সংকুচিত হয়েছে। বাইরে রিকশা বা ভ্যান চালিয়েও তেমন আয় হয় না। অনেকে রাস্তায় ইফতার করতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে তাঁদের আমন্ত্রণ জানিয়ে ইফতার আয়োজন করায় তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “পবিত্র রমজান মাস মানেই সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শনের মাস। ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে গণইফতারি সহ অনেক ইফতারির আয়োজন করা হয়েছে কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি উচিত ছিল আপনাদের মত মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই প্রয়োজনেতা অনুভব করে আজকে আপনাদের নিয়ে খুবই ছোট পরিসরে ইফতারের আয়োজন করেছে৷”
তিনি আরও বলেন, “আমাদের আপনারা আপনাদের সন্তানের মত দেখবেন এবং আমরাও আপনাদের সব সময় শ্রদ্ধার জায়গা থেকে দেখতে চাই।”