১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

শেয়ার করুন

হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের উদ্যোগে “ডিফরেন্ট স্ট্র্যাটেজিস অব সিভি রাইটিং শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(১২ মার্চ)২০২৫ বেলা ১১টায় এমআইএস বিভাগের গ্যালারি রুমে আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের একটি আকর্ষণীয় ও কার্যকর সিভি লেখার কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএস বিভাগের সহকারি অধ্যাপক শামসুল আলম,প্রভাষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভুঁইয়া এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম।এ সময় সহকারি অধ্যাপক শামসুল আলম বলেন,বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটি ভালো সিভি চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শিক্ষার্থীদের প্রোফেশনাল ফরম্যাট অনুসরণ করে সংক্ষিপ্ত,কিন্তু তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয় সিভি তৈরি করা উচিত।

এছাড়াও,ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস(এমআইএস) বিভাগের প্রভাষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন,সিভি হলো প্রথম ইমপ্রেশন তৈরি করার অন্যতম মাধ্যম।তাই এটি এমনভাবে প্রস্তুত করতে হবে,যাতে চাকরিদাতা সহজেই প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিতে পারেন।  এছাড়াও আজকের সেমিনারের বিশেষ আলোচক লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নিয়াজ মাখদুম বলেন,একটি কার্যকর সিভি লেখার জন্য কেবল তথ্য উপস্থাপন করাই যথেষ্ট নয়,বরং সঠিক কাঠামো,প্রাসঙ্গিক তথ্য ও ভাষার দক্ষ ব্যবহারও গুরুত্বপূর্ণ।সেমিনারে শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে সিভি লেখার প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের সিভির দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের উপায় দেখানো হয়।

সেমিনার বিষয়ে শিক্ষার্থীদের নিকট জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন,এই সেমিনারটি আমাদের জন্য অত্যন্ত কার্যকর ছিল।আমরা কিভাবে একটি প্রফেশনাল ও আকর্ষণীয় সিভি তৈরি করতে পারি, তা হাতে-কলমে শিখতে পেরেছি। বিশেষ করে, সিভির কাঠামো, ভাষার ব্যবহার এবং চাকরির ক্ষেত্রভেদে সিভির উপস্থাপনার কৌশল সম্পর্কে বিশদ ধারণা পেয়েছি। ভবিষ্যতে এমন কর্মশালা আরও আয়োজন করা হলে তা আমাদের ক্যারিয়ার গঠনে অনেক সহায়ক হবে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে এমআইএস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এমন একটি উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এ ধরনের কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

শেয়ার করুন