
সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন,”—এই উপলব্ধি থেকেই তিনি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমি পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া যৌক্তিক মনে হয়েছিল, কারণ তখন জাতীয় নিরাপত্তা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নই প্রধান লক্ষ্য ছিল। তবে গত ছয় মাসে সরকার একটি স্থিতিশীল অবস্থায় এসেছে। যদিও এখনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি, তবে সরকার একটি নির্দিষ্ট কাঠামোতে এগোচ্ছে।”
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শক্তির উত্থান গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ছাত্র-জনতার কাতারে থেকে তাদের আন্দোলনকে সংহত করাই এখন বেশি প্রয়োজন। তাই সরকারের চেয়ে রাজপথেই আমার ভূমিকা কার্যকর হবে। আমাদের সহযোগী যোদ্ধারাও এটি চান। এই উপলব্ধি থেকেই আমি আজ পদত্যাগ করেছি।”