১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন

শেয়ার করুন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।

এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে বিয়ের আনুষ্ঠানিকতায় ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেওয়া ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, অতিথিদের ছবি না তোলার জন্য বারবার অনুরোধ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে মেহজাবীন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করবেন, এরপর অন্যরা ছবি-ভিডিও প্রকাশ করতে পারবেন।

গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীন লেহেঙ্গা এবং আদনান পাঞ্জাবি-পায়জামা পরেছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীন ও রাজীবের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এরপর কখনো কক্সবাজার, কখনো দেশের বাইরে একসঙ্গে ভ্রমণের কারণে সেই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তারা শুভ পরিণয়ে আবদ্ধ হচ্ছেন।

 

শেয়ার করুন