
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম—এমন গুঞ্জনের মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে গিয়ে তার সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। এ সাক্ষাতের পরই তার পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “উনি (নাহিদ ইসলাম) আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। এছাড়া আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটিকে নিয়মিত সাক্ষাৎ হিসেবেই বিবেচনা করছি।”