
বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা আহমেদ আলী আকবর
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহমেদ আলী আকবর সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মাত্র ১৩ বছর বয়সে পিটিভির নাটক ‘স্টপ ওয়াচ’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৩ সালে ‘সিয়াহ’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তার অভিনয় দক্ষতা ও অনবদ্য চরিত্রচিত্রণের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সম্প্রতি পারিবারিক এক ঘরোয়া আয়োজনে আহমেদ আলী আকবর বিয়ে করেছেন ইনফ্লুয়েন্সার মাহাম বাতুলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেতা। বিয়ের একাধিক ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “আমার হৃদয়, আমার জীবন, আমার ঘরের শান্তি।”
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, বিয়ের আয়োজনে বেশ আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন নবদম্পতি। একে অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এবং পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন।
ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, হাম টিভির সুপারহিট নাটক ‘পরিজাদ’-এ নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আহমেদ আলী আকবর বাংলাদেশসহ উপমহাদেশের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। এই নাটকের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জিতেছেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতা তাকে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। পাকিস্তানি টেলিভিশন জগতে তার অনন্য অবদানের জন্য তিনি প্রশংসিত এবং ভবিষ্যতেও আরও সাফল্য অর্জনের প্রত্যাশা করা যায়।