১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন

শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সবাই বর্তমানে এক অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছি। ঠিক জানি না, কখন, কোথায় কী ঘটছে। এ অবস্থায়, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো—জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।”

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও অনুরোধ জানাই—এমন কোনো বক্তব্য দেবেন না, যা জাতির ঐক্য বিনষ্ট করতে পারে। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কাজ করতে চাই এবং এখনো সেই নীতি অনুসরণ করছি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ জনগণের ভোটে আবারও সরকার গঠন করবো।”

 

শেয়ার করুন