
হৃদয় খানের তৃতীয় সংসারেও ভাঙন!
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের দাম্পত্য জীবনে আবারও বিপর্যয়ের খবর মিলেছে। জানা গেছে, তার তৃতীয় স্ত্রী হুমায়রার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, হৃদয় খান ও হুমায়রা এক ছাদের নিচে থাকছেন না। হৃদয়ের আচরণ ও জীবনযাপন নিয়ে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিচ্ছেদ হলেও দুই পরিবার বিষয়টি গোপন রেখেছে। এমনকি হৃদয় খানও গণমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগ করা হলে, তিনি বিষয়টিকে ‘ব্যক্তিগত’ বলে এড়িয়ে যান।
হৃদয় খানের বৈবাহিক সম্পর্কের সংক্ষিপ্ত ইতিহাস:
প্রথম বিয়ে: পূর্ণিমা আকতার
দ্বিতীয় বিয়ে: ২০১৫ সালের ১ আগস্ট মডেল-অভিনেত্রী সুজানা জাফর (ডিভোর্স: ২০১৬ সালের ৬ এপ্রিল)
তৃতীয় বিয়ে: ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর হুমায়রা (বর্তমানে বিচ্ছেদের গুঞ্জন)
উল্লেখ্য, হৃদয় খানের আগের দুই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। এবারও তার বৈবাহিক জীবনে নতুন করে সংকট দেখা দিয়েছে, যা নিয়ে সংগীতাঙ্গনেও চলছে নানা আলোচনা।