
এইচএসসি পরীক্ষা ২০২৫: সময়সূচি ও বিশেষ নির্দেশনা
পরীক্ষার সময়সূচি:
তত্ত্বীয় পরীক্ষা: ২৬ জুন – ১০ আগস্ট
ব্যবহারিক পরীক্ষা: ১১ – ২১ আগস্ট
বিশেষ নির্দেশাবলি:
1. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে।
2. প্রথমে বহুনির্বাচনি (MCQ) ও পরে সৃজনশীল/রচনামূলক (CQ) পরীক্ষা হবে।
3. MCQ:
৩০ নম্বরের ক্ষেত্রে ৩০ মিনিট
২৫ নম্বরের ক্ষেত্রে ২৫ মিনিট
4. CQ:
৭০ নম্বরের ক্ষেত্রে ২ ঘণ্টা ৩০ মিনিট
৫০ নম্বরের ক্ষেত্রে ২ ঘণ্টা ৩৫ মিনিট
5. পরীক্ষায় কোনো বিরতি থাকবে না।
6. উত্তরপত্র পূরণে সতর্কতা:
ওএমআর শিটে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করতে হবে।
উত্তরপত্র ভাঁজ করা বা মার্জিনের মধ্যে লেখা যাবে না।
7. প্রবেশপত্র নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
8. পাশ করতে হবে তিন অংশেই:
তত্ত্বীয়
বহুনির্বাচনি
ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)
9. শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
10. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।