১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল যাচ্ছে ঢাকায়

শেয়ার করুন

চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকা অঞ্চলে জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার এই ডিজেল পৌঁছাবে গোদনাইলে, এরপর ফতুল্লা ডিপোতে যাবে। সংশ্লিষ্টরা এই কার্যক্রমকে ‘লাইন প্যাকিং’ হিসেবে অভিহিত করছেন।

প্রকল্পের পরিচালক মো. আমিনুল হক জানান, গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প করা শুরু হয়। ইতোমধ্যে এটি কুমিল্লা অতিক্রম করেছে। পুরো পাইপলাইন ভর্তি করতে মোট তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, লাইন প্যাকিং সম্পন্ন হলে আগামী মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের মাধ্যমে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো।

বিপিসি কর্মকর্তারা জানান, পাইপলাইনটি চালু হলে জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধ হবে। এতে প্রতিদিন ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে এবং বছরে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকারও বেশি।

২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের প্রকল্প হাতে নেয় বিপিসি। ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাসহ বিভিন্ন কারণে এটি শুরু হয় ২০২২ সালে। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে অবশেষে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

শেয়ার করুন