১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন কৃতি স্যাননের

শেয়ার করুন

কৃতি স্যানন ও কবীর বাহিয়ার বিয়ের গুঞ্জন বলিপাড়ায়

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ক্যারিয়ারে সফলতার পথে এগিয়ে চলেছেন। ‘মিমি’ ছবিতে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন।

এদিকে, কৃতি স্যানন ও কবীর বাহিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বলিপাড়ায়। কখনও রেস্টুরেন্টে, কখনও পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। যদিও দু’জনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে এবার বিয়ের জল্পনাও শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি বিমানবন্দরে কৃতিকে কবীর বাহিয়ার সঙ্গে দেখা যেতেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। তারা নাকি পরিবারসহ একে অপরের সঙ্গে দেখা করেছেন, যা তাদের বিয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

বিমানবন্দরে মাস্ক, টুপি ও সানগ্লাস পরে ছিলেন কৃতি, আর কবীর ছিলেন কালো টি-শার্ট ও ম্যাচিং প্যান্টে। তাদের একসঙ্গে হাঁটার মুহূর্ত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে, যা থেকেই শুরু হয় নতুন জল্পনা।

খবর অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৃতি ও কবীর। তবে তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

 

শেয়ার করুন