১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারের ধ্বংস করা দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়’

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছরে দেশ ধ্বংসের মুখে পড়েছে, এখন সময় এসেছে পুনর্গঠনের। রোববার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রায় আড়াই বছর আগে আমরা ৩১ দফা ঘোষণা করেছি, যা শেখ হাসিনার শাসনামলে ধ্বংস হওয়া দেশকে পুনর্গঠনের রূপরেখা। দল পুনর্গঠনের মতো দেশকেও গড়ে তুলতে হবে। দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, কৃষি, শিল্প এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন জরুরি।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপি অতীতেও দেশের জন্য কাজ করেছে, ভবিষ্যতেও করবে। জনগণের আস্থা অর্জন করাই দলের লক্ষ্য।

এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বিএনপির এই সম্মেলনে খুলনা বিভাগের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মনিরুল ইসলাম, শাহরিয়ার রিজভী জজ ও কামরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

 

শেয়ার করুন