১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলেন না প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

শেয়ার করুন

 

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছেন, এমন দৃশ্য ধরা পড়েছে প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, সম্মেলনের ফুটেজে দেখা গেছে, মোদি করমর্দনের জন্য ম্যাক্রোঁর দিকে হাত বাড়ান, কিন্তু ফরাসি প্রেসিডেন্ট তা উপেক্ষা করেন। এ সময় তিনি অন্য বিশ্বনেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে শুভেচ্ছা বিনিময় করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, হয়তো এটি অনিচ্ছাকৃত ছিল।

ফ্রান্স ও ভারতের প্রতিক্রিয়া এখনো আসেনি

এ ঘটনার পরও এখনো ফ্রান্স বা ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, তা ভবিষ্যৎ আলোচনা নির্ধারণ করবে।

সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতি

প্যারিসে অনুষ্ঠিত দুই দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং চীনের উপ-প্রধানমন্ত্রী ঝাং গুওকিং-এর মতো গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা বৈশ্বিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

 

শেয়ার করুন