১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ধ্বংসস্তূপে এখনও মিলছে লাশ, নিহত ছাড়াল ৪৮ হাজার ২০০

শেয়ার করুন

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৮ লাশ উদ্ধার, নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরও ৮ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২১৯ জনে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যারা এই প্রাণহানির মোট সংখ্যার অন্তর্ভুক্ত। আহত অবস্থায় আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৬৬৫ জন হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

যুদ্ধবিরতির পরও মিলছে লাশ

দীর্ঘ ১৫ মাস পর চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে যুদ্ধবিরতির পরও ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিনই নতুন নতুন লাশ উদ্ধার করা হচ্ছে, যা নিহতের সংখ্যা আরও বাড়িয়ে তুলছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ গঠন করা হয়েছে।

অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে, যেখানে জীবনযাত্রা প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে।

 

শেয়ার করুন