১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা

শেয়ার করুন

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছিল। তবে, ২০২৪ সালের ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় স্থগিত করে, ফলে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হচ্ছে না।

এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলায় লেখা ‘জয় বাংলা’ স্লোগান মুছে ফেলার খবর পাওয়া গেছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে, এই বিষয়ে বিস্তারিত তথ্য সীমিত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে।’

উল্লেখ্য, ২০২০ সালের ১০ মার্চ বাংলাদেশ হাইকোর্টের দুই বিচারপতি ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেছিলেন।

 

শেয়ার করুন