
কষ্টার্জিত জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল আর্জেন্টিনা
পুরো ম্যাচজুড়ে একক আধিপত্য ছিল না কোনো দলেরই। বরং কিছুটা নিষ্প্রাণ এক লড়াই উপহার দিয়েছে উভয় পক্ষ। তবে সময় যত গড়িয়েছে, আর্জেন্টিনা ততটাই আক্রমণাত্মক হয়েছে। কাঙ্ক্ষিত গোলের দেখা না পেলেও তারা দমে যায়নি।
প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় আর্জেন্টিনাকে চাপের মধ্যে ফেলে দিয়েছিল। পয়েন্ট হারালেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সে শঙ্কা কাটিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
ম্যাচের ৮৬তম মিনিটে সুবিয়াব্রের একক নৈপুণ্যে করা গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ফলে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে রয়েছে মেসি-ডি মারিয়ার উত্তরসূরীরা।
বর্তমানে ব্রাজিল রয়েছে টেবিলের শীর্ষে। সমান ৯ পয়েন্ট থাকলেও তারা এগিয়ে আছে গোল ব্যবধানে। আগের ম্যাচেও ১ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা, তবে উরুগুয়ের বিপক্ষে তারা করেছিল ৪ গোল। কলম্বিয়ার বিপক্ষে গোল পেতে তাদের করতে হয়েছে দারুণ লড়াই।
প্রথমার্ধে ক্লদিও এচেভেরির নেওয়া একটি ফ্রিকিক ছাড়া লক্ষ্যে ছিল না কোনো শট। দ্বিতীয়ার্ধে ক্লদিও এচেভেরি, সান্তিয়াগো হিদালগোরা সহজ সুযোগ হাতছাড়া করেছেন, নাহলে ব্যবধান আরও বড় হতে পারত। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে সুবিয়াব্রে একক প্রচেষ্টায় দুজনকে কাটিয়ে জালের ঠিকানা খুঁজে নেন।
এই চ্যাম্পিয়নশিপে নেই কোনো ফাইনাল বা সেমিফাইনাল। লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। তাই প্রতিটি ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে টানা জয়ে শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে আছে আর্জেন্টিনা। সেই সঙ্গে ব্রাজিলের মতো তারাও নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপের টিকিট।