১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম দশ দিনে মেলায় ৭৪২ নতুন বই

শেয়ার করুন

অমর একুশে বইমেলার ১০ম দিন সোমবার (১০ ফেব্রুয়ারি)। প্রতিদিনের মতো আজও মেলায় এসেছে নতুন বই, যার সংখ্যা ৮৪টি। এ নিয়ে প্রথম দশ দিনে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪২টিতে।

সোমবার রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আলোচনা অনুষ্ঠান

সোমবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ড. মনিরুজ্জামানের সময়রেখা : ভাষাবিজ্ঞানের ত্রিকালদর্শী পরিব্রাজক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশ নেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক মনসুর মুসা।

প্রাবন্ধিক বলেন, ড. মনিরুজ্জামান ভাষাবিজ্ঞানের জটিল পথে কেবল সরলরৈখিকভাবে পরিভ্রমণ করেননি; বরং অতীতের ভাষিক নিরীক্ষা ও ভবিষ্যতের ভাষা-গবেষণার দিকনির্দেশনায় মনোযোগী ছিলেন। তিনি ভাষাবিজ্ঞান বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং উপভাষা গবেষণায় অসামান্য অবদান রেখেছিলেন। তার লেখায় তুলনামূলক ভাষাতত্ত্বের বিকাশমান ধারা প্রতিফলিত হয়েছে।

আলোচকরা বলেন, ড. মনিরুজ্জামান ছিলেন আধুনিক বিজ্ঞানমনস্ক চিন্তাবিদ। তিনি উপভাষার উচ্চারণগত, ব্যাকরণগত ও শব্দগত বৈচিত্র্য গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন। তার গবেষণা ভবিষ্যতের ভাষাবিজ্ঞানীদের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মনসুর মুসা বলেন, ড. মনিরুজ্জামান শৈশব থেকেই বিভিন্ন উপভাষার সংস্পর্শে এসেছিলেন। গবেষক হিসেবে ভাষাবিজ্ঞানের নানা দিক নিয়ে তিনি কাজ করেছেন, যা ভবিষ্যৎ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

লেখক বলছি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কুদরত-ই-হুদা ও হিজল জোবায়ের।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল মো. আনোয়ার হোসেনের পরিচালনায় ‘আরশিনগর বাউল সংঘ’, সানজিদা আহমেদ লাবণ্যের পরিচালনায় ‘নৃত্য সংসদ’ এবং মজিবুর রহমান বিরোহীর পরিচালনায় ‘বিরোহী শিল্পীগোষ্ঠী’-এর পরিবেশনা।

সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল লতিফ শাহ, বাউল সুভাষ বিশ্বাস, আবুল কালাম আজাদ, সাধিকা সৃজনী তানিয়া, এলাহী মাসুদ, কাজী দেলোয়ার হোসেন, এ টি এম গোলাম মোস্তফা, পিয়াল হাসান এবং শামিমা সুলতানা।

পরবর্তী দিনের কর্মসূচি

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বইমেলার ১১তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও সাহিত্য : শাহেদ আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ।

আলোচনায় অংশ নেবেন নাজিব ওয়াদুদ এবং মোস্তাক আহমাদ দীন।

সভাপতিত্ব করবেন চঞ্চল কুমার বোস।

শেয়ার করুন