
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান, তারাই ধরা পড়বে। ‘ডেভিল হান্ট’ ঘোষণা করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও ছাড় দেওয়া হয়নি। প্রথম দিনই পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। এখানে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। অপারেশন ততদিন চলবে, যতদিন পর্যন্ত দেশ ডেভিলমুক্ত না হয়। তবে এই অভিযানে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।”
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রমজানে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। অন্যান্য ধর্মের উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে, কিন্তু আমাদের দেশে রমজান এলে দাম বেড়ে যায়। দাম বাড়ানোকে কেউ কেউ সোয়াবের কাজ মনে করে কি না, জানি না। তবে এটা কোনোভাবেই সোয়াবের মধ্যে পড়ে না। যারা শুধু নিজেদের স্বার্থে দাম বাড়াচ্ছেন, তারা জনগণের কাছে যেমন দায়ী, তেমনি সৃষ্টিকর্তার কাছেও জবাবদিহির মুখোমুখি হবেন।”
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রচার করুন, যেন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে। মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে যদি সাংবাদিকরা দ্রুত তথ্য দেন, তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। আশা করছি, এবার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রিত থাকবে, কারণ আমদানি ভালো হয়েছে। ডাল, খেজুর, ছোলা, তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তাই কোনো সংকট হওয়ার কথা নয়।”