১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এবার মধুমিতার বিয়ের খবরে যা বললেন প্রাক্তন স্বামী

শেয়ার করুন

দ্বিতীয় বিয়ের পথে মধুমিতা সরকার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ২০১৫ সালে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার বাঁধলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দুজনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নেন এবং কাজে ব্যস্ত হয়ে পড়েন।

দীর্ঘ বিরতির পর গত বছর ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান মধুমিতা। এবার সেই সম্পর্ককেই পরিণতি দিতে চলেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

মধুমিতার নতুন জীবনের খবর পেয়েছেন তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীও। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সৌরভ বলেন, “আমার সাধুবাদ রইল। নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।”

গত বছর দুর্গাপূজার সময় দেবমাল্যর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ছবি শেয়ার করে নতুন প্রেমের কথা জানান তিনি। দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার। এবার তিনিই হতে চলেছেন মধুমিতার জীবনসঙ্গী।

 

শেয়ার করুন