
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন একটি প্রতিবেদন চূড়ান্ত করেছে। প্রতিবেদনটি ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে বলে জানা গেছে
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই সময়ের নৃশংসতায় তৎকালীন সরকারের প্রত্যক্ষ ইন্ধন ছিল। বিশেষ করে, সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের ওপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়গুলোও গুরুত্ব সহকারে উঠে এসেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চেয়ে অনুরোধ করে। এরপর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
প্রতিবেদনে জুলাই-আগস্টের ঘটনাবলির বিস্তারিত বিবরণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে সুপারিশ করা হয়েছে। এছাড়া, কিছু ঘটনার পুনঃতদন্তের পরামর্শও দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর এর বিস্তারিত তথ্য জানা যাবে। তবে, ইতোমধ্যে সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে যে, জাতিসংঘের তদন্ত কমিশন বিগত সরকারের ওপর ওই সময়ের নৃশংসতার দায় আরোপ করেছে।