১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেসি ফিরলেন গোলে, মায়ামির বিশাল জয়

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এখনও শুরু হয়নি এবং বর্তমানে চলছে প্রীতি ম্যাচের ব্যস্ততা। তবে ফেব্রুয়ারি মাসের শেষদিকে শুরু হবে এই লিগ। এরই মধ্যে লিওনেল মেসি জানিয়েছেন, তিনি নতুন মৌসুমে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। প্রাক মৌসুমে মেসি আবারও গোলের দেখা পেয়েছেন, এবং সঙ্গে আরও দুই গোলও করিয়েছেন।

এদিন, প্রাক মৌসুমের ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি এদিন গোল পেয়েছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।

ম্যাচটি অনুষ্ঠিত হয় উত্তর হন্ডুরাসে, স্থানীয় সময় রাত ৮টায়। তবে এর আগেই, সন্ধ্যা সাড়ে ৬টায়, অঞ্চলটিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৬। এই পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়ে শুরু হয় ম্যাচ।

মেসির গোলের মুহূর্তগুলো:
ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। আর্জেন্টিনার মার্সেলো ভাইগান্টের পাস ডি বক্সে পেয়ে মেসি সহজেই বল জড়ান প্রতিপক্ষের জালে। প্রথমার্ধে রডোনডো এবং নোয়াহ অ্যালেনের গোলেও মেসি সহায়তা করেন।
দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজ ৫৬ মিনিটে গোল করেন, বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস থেকে। এরপর ৭৯ মিনিটে রায়ান সেইলর শেষ গোলটি করেন, যা হন্ডুরাসের অলিম্পিয়াকে হারাতে মায়ামির জয় নিশ্চিত করে।

প্রাক মৌসুমে দারুণ পারফরম্যান্সের পর, মায়ামি এখন কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তাদের মেজর লিগ সকার অভিযান শুরু হবে ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে।

 

শেয়ার করুন