
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “গতকাল থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।”
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে রাতভর অভিযান চালিয়েছে। তবে তাদের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট দেশব্যাপী পরিচালিত একটি বিশেষ অভিযান, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।