১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সুহানা অতীত, রাজেশ খান্নার নাতনিকে মন দিলেন অমিতাভের নাতি

শেয়ার করুন

বলিউডে অভিষেক হচ্ছে টুইঙ্কেল খান্নার ভাগ্নি নওমিকা সরণের

বলিউডে নতুন তারকা সন্তানের অভিষেক হতে যাচ্ছে। টুইঙ্কেল খান্নার ভাগ্নি নওমিকা সরণ এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন।

সম্প্রতি, নওমিকাকে দিদিমা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ‘স্কাই ফোর্স’-এর প্রিমিয়ারে দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ার পর থেকেই তার বলিউড ডেবিউ নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।

কোন সিনেমায় অভিষেক হচ্ছে?

মুম্বাইয়ের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জগদীপ সিধুর পরিচালনায় ‘ম্যাডক ফিল্মস’-এর ব্যানারে আসছে একটি রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন নওমিকা সরণ।

তার বিপরীতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে বলিউডে ইতিমধ্যে এ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে।

নওমিকা সরণ কে?

নওমিকা সরণ বলিউড অভিনেত্রী রিঙ্কি খান্নার মেয়ে। রিঙ্কি খান্না ২০০৩ সালে সমীর শরণের সঙ্গে বিয়ে করে বলিউড ছাড়েন এবং বর্তমানে বিদেশে বসবাস করছেন।

নওমিকা মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে বিভিন্ন বলিউড ইভেন্টে অংশ নেন এবং ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।

নতুন প্রেমের গুঞ্জন?

নওমিকার বিপরীতে অগস্ত্য নন্দার অভিনয়ের খবর ছড়িয়ে পড়ার পর বলিউডে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কারণ, শোনা যাচ্ছে সুহানা খানের সঙ্গে অগস্ত্যের দূরত্ব তৈরি হয়েছে এবং তিনি নাকি নওমিকার সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। ফলে অনেকেই ধারণা করছেন, অগস্ত্য-নওমিকার জুটি শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও জমে উঠতে পারে।

এই তারকা জুটির আসন্ন সিনেমা এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিউডে কৌতূহল তুঙ্গে। এখন শুধু অপেক্ষা নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার।

 

শেয়ার করুন