
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জড়িত নন বলে দাবি করেছে সংগঠনটির জেলা কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সমন্বয়করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক আল আমিন। তিনি বলেন, “আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনায় আমরা জড়িত নই। কিছু নামধারী সমন্বয়ক এমন কাজ করতে পারে, তবে প্রকৃত সমন্বয়করা এতে সম্পৃক্ত নন।”
তিনি আরও বলেন, “যারা এসব হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে।”
এসময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, নবাব আলী, আল আমিন সিয়ামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার পটভূমি:
গত ৬ আগস্ট, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। একই রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ও পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সফলতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।