১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়

শেয়ার করুন

দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মাধ্যমে দুই দশকেরও বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরলো বিজেপি।

শনিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। দেশটির নির্বাচন কমিশনের ছয় ঘণ্টার ভোট গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনার পর বিজেপি ৪৮টি আসনে জয় নিশ্চিত করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৬ আসনের চেয়ে অনেক বেশি আসন পাওয়ায় বিজেপির বিজয় নিশ্চিত হয়ে গেছে।

বিজেপির এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই জয়কে ‘উন্নয়ন ও সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

মোদি লিখেছেন, “বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের স্যালুট এবং অভিনন্দন। আমি হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ। দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনকল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমি বিজেপির সকল কর্মীদের নিয়ে গর্বিত। তারা দিনরাত পরিশ্রম করেছেন, যার ফলে আমরা এই বিশাল জয় পেয়েছি। এখন আমরা দিল্লির জনগণের সেবা করার জন্য আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব।”

দুই দশকের বেশি সময় পর দিল্লি বিধানসভায় জয় পেল কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। এর আগে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) টানা দুই মেয়াদে সরকার গঠন করেছিল। এবারের নির্বাচনে আম আদমি পার্টিকে সরিয়ে বিজেপির ক্ষমতায় ফেরা নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

ভোট গণনা শেষ না হলেও বিজেপির জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় দলটির সদরদপ্তরে কর্মী-সমর্থকদের উল্লাস শুরু হয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফল অনুযায়ী, ৭০ আসনের বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে জয় পেয়েছে, আম আদমি পার্টি (AAP) ২২টি আসনে জয়লাভ করেছে, আর বিরোধী দল কংগ্রেস কোনো আসনেই জয় পায়নি।

উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ৬২টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। তার আগের নির্বাচনে, ২০১৫ সালে, কেজরিওয়ালের দল ৬৭টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তবে এবারের নির্বাচনে বিজেপির ঘুরে দাঁড়ানো দিল্লির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় এনে দিল।

 

শেয়ার করুন