১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জেলগেটে শিবলী রুবাইয়াতকে জিজ্ঞাসাবাদের অনুমতি

শেয়ার করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য বেলা ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ জামিনের আবেদন করে, আর দুদকের প্রসিকিউটররা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব তাঁর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে, গত বুধবার বিকেলে দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

দুদকের রিমান্ড আবেদনে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ টাকার বেশি ঘুষ গ্রহণ ও অবৈধভাবে অর্থ দেশে আনার অভিযোগ আনা হয়েছে।

 

শেয়ার করুন