১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

শেয়ার করুন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে পাসপোর্ট প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এ দুটি নথি সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুতে কোনো বাধা থাকার কথা নয় বলে উপদেষ্টা পরিষদের সভায় মতামত উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিষয়ে কাজ শুরু করে।

এ বিষয়ে এক কর্মকর্তা জানান, সভায় এ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শীঘ্রই আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় বেশিরভাগ প্রতিনিধি পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের পক্ষে মত দিয়েছেন।

জানা গেছে, পাসপোর্ট প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে সভায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন