১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে হিজড়া ‘লিডার’ শিলাকে গলা কেটে হত্যা

শেয়ার করুন

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় শিলা নামের এক হিজড়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে শিলার নিজ বাসা থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, শিলার বাবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিলা তৃতীয় লিঙ্গের হওয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন না। অনেক বছর আগে থেকে তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলায় “তৃতীয় লিঙ্গের নেতা” হিসেবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন। প্রায় চার থেকে পাঁচ বছর আগে তিনি সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর আরেক হিজড়াকে চাঁদা তোলার দায়িত্ব দেন এবং নিজে স্টেজ শোতে অংশ নিতেন।

স্থানীয়রা আরও জানান, শিলা শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক মাদকাসক্ত ব্যক্তিকে বিয়ে করেন। তবে তাদের সম্পর্কে টানাপোড়েনের কারণে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর থেকে শিলার সেই স্বামী মাঝে মাঝে তার বাসায় আসতেন। তবে গত কয়েক মাস ধরে শিলা বেতবুনিয়ায় থাকতেন না এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তিনি বাড়িতে এলে রাতে তার বাসায় অপরিচিত ব্যক্তিদের নিয়ে মাদকের আড্ডা বসত বলে অভিযোগ রয়েছে।

রবিবার রাত ১১টার পর পাঁচজন অপরিচিত ব্যক্তিকে শিলার বাসায় ঢুকতে দেখা যায়। তবে তারা কখন বের হয়েছেন তা কেউ লক্ষ্য করেননি। সোমবার বিকেলে শিলার বাড়ির পাশের এক হিজড়া তার কোনো সাড়া না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। এরপর দরজা খুলে শিলার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, “শিলা নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। ধারণা করা হচ্ছে, রবিবার রাতে শিলার বাসায় মাদকের আড্ডা চলছিল। প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”

শেয়ার করুন